Last Updated: Thursday, February 13, 2014, 19:51
ভ্যালেন্টাইনস ডে-র মিষ্টিমুখে কেক, সুফলে, প্যাস্ট্রি যাই থাকুক না কেন, সারাবছর চকোলেট রাজত্ব করলেও, ভ্যালেন্টাইনস ডেতে তাকে কয়েক মাইল পিছনে ফেলে দেয় স্ট্রবেরি। স্ট্রবেরির লাল রঙের মধ্যেই রয়েছে সেই মাদকতা, যা ছুঁয়ে যায় মন।